
প্রপ প্রতীকী ছবি
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,
আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের বিভিন্ন জায়গায় ঝড়ো বাতাস সহ বৃষ্টি এবং বজ্র পাতের সম্ভাবনা রয়েছে।রাজশাহী, রংপুর, ঢাকা, সিলেট, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি ধাঁচের বৃষ্টি হতে পারে। কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে আগামী ৫ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে তাপমাত্রা বাড়া শুরু করতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে ৫৮ মিমি, কক্সবাজারে ৬০ মিমি ও নরসিংদীতে ৩৯ মিমি। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ঢাকায় বৃহস্পতিবার দুপুর নাগাদ বৃষ্টি আরম্ভ হয়ে নগরজীবনে দাবদাহ থেকে স্বস্তি নিয়ে এসেছে।