বগুড়ায় শ্বাসরোধে শ্বশুর-পুত্রবধূকে হত্যা

জাতীয়; ০৯ জুলাই, ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার লক্ষীমণ্ডল গ্রামে শ্বশুর ও পুত্রবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৮ জুলাই) গভীর রাতে।

নিহতরা হলেন আফতাব হোসেন (শ্বশুর) ও তার পুত্রবধূ রিভা। তারা দুজনে পাঁচ বছরের নাতনিকে নিয়ে বসবাস করতেন। রিভার স্বামী শাহজাহান সৌদি প্রবাসী।

সকালে শিশুটি মা ও দাদার নিথর দেহ দেখতে পেয়ে আত্মীয়দের খবর দেয়। পরে পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

পুলিশ জানায়, আফতাবকে দড়ি দিয়ে ও রিভাকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। বাড়ির বিভিন্ন কক্ষ তছনছ এবং স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট হয়েছে। প্রাথমিকভাবে এটি ডাকাতি নাকি পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংক্ষিপ্ত আকারে বিস্তারিত খবর পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top